দুই কাভার্ড ভ্যান ভর্তি পলিথিন উদ্ধার ॥ আটক ৩ দুই কাভার্ড ভ্যান ভর্তি পলিথিন উদ্ধার ॥ আটক ৩ - ajkerparibartan.com
দুই কাভার্ড ভ্যান ভর্তি পলিথিন উদ্ধার ॥ আটক ৩

3:21 pm , October 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলা থেকে দুই কাভার্ড ভ্যান ভর্তি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার দিনগত রাত সাড়ে ১২ টায় পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন দপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া। আটককৃতরা হলো- যশোরের বেনাপোল পৌর এলাকার মৃত সন্নত আলীর ছেলে মো. ইউনুস কালু (৩৮), একই এলাকার মো. নুরন্নবীর ছেলে মাহমুদুল হাসান (৩২) ও বেনাপোল দিঘির পাড় এলাকার মৃত জামির হোসেনের ছেলে মানিক হোসেন (৩৮)। সহকারী পরিচালক মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রামপট্টির কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি দলের সহায়তায় পরিচালিত অভিযানে দুটি কাভার্ড ভ্যান ভর্তি আনুমানিক ৬ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়। এ সময় দুই কাভার্ড ভ্যানের চালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে।
সহকারী পরিচালক বলেন, উদ্ধার করা পলিথিন কেটে টুকরো করে সমাজকল্যান অধিদপ্তরের পরিচালনাধীন একটি প্রতিষ্ঠানে দেয়া হবে। আটক তিনজনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাভার্ড ভ্যান দুটি ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। পেট্রোল পাম্পের পার্কিং এলাকায় রেখে খাওয়া-দাওয়া করছিলো। তখন পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান দুটি খুলে বিপুল পরিমান পলিথিন উদ্ধার করেছে।
তারা আরো জানিয়েছে, একটি কাভার্ড ভ্যান পুরো ভর্তি পলিথিন ছিলো। অপরটিতে অর্ধেক ভর্তি ছিলো।
সন্ধ্যায় সহকারী পরিচালক জানিয়েছেন, আটক দুই কাভার্ড ভ্যান চালককে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা করার আদেশ দিয়েছেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেবযানী কর।
তিনি আরো জানান, জরিমানার টাকা পরিশোধ করে কাভার্ড ভ্যান নিয়ে চলে গেছে দুই চালক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT