3:17 pm , October 2, 2023

আরিফ সুমন, কুয়াকাটা ॥ কুয়াকাটার মহিপুরে কলেজ ছাত্রকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্ত বয়সী কলেজ ছাত্রের সাথে নবম শ্রেনী পড়–য়া ছাত্রীর বিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন ছাত্রের বাবা। ওই কলেজ ছাত্র হলো- মো. রাসেল (১৭)। সে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। তার বাবা মো. জয়নাল বেপারী বলেন, রাসেলের সাথে ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামের নবম শ্রেনীতে পুড়ুয়া মেয়ের প্রমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের সম্পর্কের জেরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় জরুরী কথা শুনতে প্রেমিকার নিজ বাড়িতে রাসেলকে ডেকে পাঠায়। বাড়ির কাছাকাছি পৌঁছলে জাহাঙ্গীর সরদারসহ ৪/৫ জন রাসেলকে ধরে নিজের বাড়িতে আটক করে। পরে স্থানীয় এক প্রভাবশালী নেতার নির্দেশে বিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের বিয়ে রেজিষ্ট্রার হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটার কাজী মাওলানা জাহিদুল ইসলাম।
জয়নাল বেপারীর অভিযোগ, এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিলো। জোর করে বিয়ে দেয়ার পরিকল্পনা করেই ছেলেকে মেয়ের বাড়িতে জরুরী কথা বলে ডেকে আনা হয়েছিলো।
এ বিষয়ে ডালবুগঞ্জ ইউপি সদস্য আ. খালেক হাওলাদার বলেন, তিনি লোক মুখে শুনছেন ছেলে মেয়ের বিয়ে হয়েছে। তাকে এ বিষয়ে কেউ অবগত করেনি।
এ বিষয়ে জানতে কুয়কাটার কাজী মাওলানা জাহিদুল ইসলামের মুঠোফোন নম্বরে কল দিয়ে গণমাধ্যমের পরিচয় পেয়ে কলটি কেটে দেন।