আহত যুবদল নেতার চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান আহত যুবদল নেতার চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান - ajkerparibartan.com
আহত যুবদল নেতার চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান

3:45 pm , October 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে হামলায় আহত যুবদল নেতার চিকিৎসায় অর্থ সহায়তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল ওই টাকা পৌছে দিয়েছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত যুবদল নেতা বাচ্চুর স্ত্রী লিপি বেগমের সাথে মুঠোফোনে কথা বলেছেন। এ সময় তার কাছ থেকে যুবদল নেতার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন তারেক রহমান।
গৌরনদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চুকে গত ২০ সেপ্টেম্বর গৌরনদীতে নিজ এলাকায় ছাত্র ও যুবলীগের নেতাদের হামলার শিকার হয়। এ সময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে বাচ্চুর দুই পা ও এক হাত ভেঙ্গে দিয়েছে। পরে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
আহত বাচ্চু বর্তমানে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই দফায় মারধরের শিকার বাচ্চুর চিকিৎসার ব্যয় নির্বাহের সামর্থ্য ছিলো না। এ বিষয়টি জানতে পেরে তাকে অর্থ সহায়তা পাঠিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (বরিশাল বিভাগ) এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মাজাহারুল ইসলাম জাহান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি নুরুল আমিন কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাহফুজ, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি কাইউম রেজওয়ান সাগর, আবু কায়সার নিশাদ, আসাদুজ্জামান তৌহিদ এবং উত্তর জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহ আলম হাওলাদার সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT