চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত ৬ চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত ৬ - ajkerparibartan.com
চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত ৬

4:08 pm , September 27, 2023

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে ভোগদখলীয় জমিতে গাছ রোপন করতে গেলে প্রতিপক্ষের হামলা একই পরিবারের তিন নারীসহ ৬ জন আহত হয়েছেন। স্বজনরা গুরুত আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের উত্তর চর  মানিকা গ্রামের ৩ নং  ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন : মো.জামাল(৪০), আজিজুল(৫৫), মমিনুল ইসলাম(২৫) নূরজাহার (৫০), নাসিমা(৪০), সমমেহের(৩৫)।
এঘটনায় ফিরোজ বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় এজাহার দাখিল করেছেন বলে  আহতদের পারিবারিক সূত্রে জানাগেছে।
হাসপাতালে চিকিৎসাধীন জামাল অভিযোগ করেন, চর মানিকা ইউনিয়নের তাদের পৈত্রিক সম্পতিতে সম্প্রতি বাগান ভিটেতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। প্রতিবেশী গিয়াস উদ্দিন গংরা তাদের রোপনকৃত গাছ উপড়ে ফেলেন। পরে তিনি এবং তার পরিবারের সদস্যরা তাদের ওয়ারিশ ভোগদখলীয় ওই জমিতে গাছ রোপন করতে গেলে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বাবুল, আলম , আবদুল্লাহ, আলমগীরসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রসহ তাদের উপরে অর্তকিত হামলা চালিয়ে মারধর করে। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT