বাবুগঞ্জের নতুন হাটে অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষে নিহত ১ বাবুগঞ্জের নতুন হাটে অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষে নিহত ১ - ajkerparibartan.com
বাবুগঞ্জের নতুন হাটে অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষে নিহত ১

4:08 pm , September 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মহাসড়কের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক হলো- সজিব বাড়ৈ (৩০)। সে উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রামলাল বাড়ৈর ছেলে।
মহাসড়ক থানার সার্জেন্ট আতিকুর রহমান জানান, বরিশাল নগরী থেকে উজিরপুর উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো সজিব বাড়ৈ। নতুন হাট এলাকায় অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় সজিব। সংঘর্ষের পর অজ্ঞাত ট্রাক নিয়ে চালক পালিয়েছে।
সার্জেন্ট আরো বলেন, খবর পেয়ে নিহত সজিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে মামলা নিয়ে তদন্ত করে ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT