জেলা প্রশাসনের গণশুনানিতে তাৎক্ষণিক সহায়তা পেলেন ১৯ জন জেলা প্রশাসনের গণশুনানিতে তাৎক্ষণিক সহায়তা পেলেন ১৯ জন - ajkerparibartan.com
জেলা প্রশাসনের গণশুনানিতে তাৎক্ষণিক সহায়তা পেলেন ১৯ জন

4:04 pm , September 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসনের গণশুনানিতে ১৯ জনকে সহায়তা দেয়া হয়েছে। বুধবার বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি হয়। শুনানী শেষে তাৎক্ষণিকভাবে ৩ জনকে শিক্ষায়, ৯ জনকে চিকিৎসায়সহ ১৬ জনকে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মানুষ গণশুনানিতে উপস্থিত হয়ে তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন। এর মধ্যে শিক্ষা সহায়তা পেয়েছেন মোঃ ইব্রাহিম তাইব, মোহাম্মদ আমিনুল ইসলাম বান্না ও জিহাদ হাসান। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন মোঃ মাসুম, শংকর দাস, মোঃ ইলিয়াস গাজী, জামাল হাওলাদার, কবির খান, মোসাম্মৎ মাকসুদা বেগম, সেতারা বেগম, মোঃ সাগর হাওলাদার, খাদিজা বেগম বিনতা। পরিবারের জন্য অর্থ সহায়তা পেয়েছেন মোঃ জাকির হোসেন, ফাতেমা বেগম, কাজী হাবিবা আক্তার, মোঃ শাওন মৃধা, মোঃ সানু খান, মোঃ তোফাজ্জল মাতুব্বর, নাসির উদ্দিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT