3:45 pm , September 26, 2023
শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি ॥ সৎ বাবার নির্যাতন সইতে না পেরে বরিশাল থেকে মঠবাড়িয়ায় চলে আসা হানিফ নামে দশ বছর বয়সী শিশুটির স্থান হয়েছে সেভ হোমে। শিশু হানিফকে মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে বরিশাল শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
জানাগেছে, দশ বছরের শিশু হানিফ সোমবার রাতে মঠবাড়িয়া শহরের সাব-রেজিষ্ট্রি অফিস সম্মুখে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়রা শিশুটিকে তার পরিচয় জানতে চাইলে বরিশাল লঞ্চঘাটে তার বাসা বলে জানান এবং ওর মায়ের নাম তাজেনুর বেগম এবং সৎ বাবার নাম জামাল উদ্দিন রাজু। কিন্তু যোগাযোগের কোন মোবাইল নম্বর বলতে না পারায় স্থানীয়রা সার্ক মানবধিকার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের কাছে নিয়ে যায়। পরে তারা শিশু হানিফকে থানায় হস্তান্তর করেন। শিশু হানিফ জানান, বাবা-মায়ের সাথে ছোট বেলা থেকে চট্টগ্রামে বসবাস করতেন। কিন্তু গত রমজানে ওর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মা তাজেনুর বেগম ছোট বোন লামিয়াকে নিয়ে বরিশালে চলে আসেন। পরে জামাল উদ্দিন রাজু নামে এক মোটরসাইকেল চালকের সাথে ওর মায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হানিফকে সৎ বাবা শারীরিক নির্যাতন করতে থাকে। সোমবার এক পার্যায়ে বাসা থেকে একটি শার্ট ও প্যান্ট নিয়ে বের হয়। পরে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে একটি গাড়িতে মঠবাড়িয়ায় চলে আসে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার দুপুরে শিশু হানিফকে উপজেলা সমাজ সেবা অফিসে হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইদ্রিস আলী জানান, হানিফকে বরিশাল শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।