উন্নীত করনের ৮ বছর পর ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীত করনের ৮ বছর পর ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ajkerparibartan.com
উন্নীত করনের ৮ বছর পর ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

3:42 pm , September 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উন্নীত করনের ৮ বছর পর ৫০ শয্যার হাসপাতাল হিসাবে অনুমোদন পেল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রনালয় প্রশাসনিক অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। বরিশাল জেলার মধ্যে সর্ব শেষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে এ হাসপাতালটি ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেল। বরিশাল জেলা সিভিল সার্জন ও বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন জেলার ৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৮ টি অনেক আগেই ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেয়েছে। শুধু বাকি ছিলো বাবুগঞ্জ। অবশেষে এটিও পেয়েছে। আশা করছি এ অনুমোদনের ফলে বাবুগঞ্জ উপজেলায় চিকিৎসা সেবার মান ও সুযোগ সুবিদা বৃদ্ধি পাবে।
গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় সকল নিয়ম নীতি ও ও শর্ত পালনের শর্ত সাপেক্ষে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরন ও বর্ধিত শয্যায় সেবা চালু করনের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো। এর আগে ২৯ আগস্ট অর্থ মন্ত্রনালয় এ বিষয়ে সম্মতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রনালয় কে চিঠি প্রদান করে।
জানা গেছে ১৯৬৮ সালে ৩১ শয্যা দিয়ে হাসপাতালটি যাত্রা শুরু হয়। পরে ২০১৪ সালে ৫০ শয্যায় উন্নীত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। করা হয়। ২০১৭ সালে এর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। কিন্তু ৫০ শয্যা ব্যবহারের প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নানা সংকটে জর্জরিত ছিলো হাসপাতালটি।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার বলেন খবরটি অবশ্যই উপজেলাবাসীর জন্য আনন্দের। এ অনুমোদনের ফলে চলমান অনেক সংকট কেটে যাবে। তিনি বলেন ৫০ শয্যায় উন্নীত করনের পরপরই আমরা ৫০ শয্যার কার্যক্রম শুরু করি। তবে এর পরিসর ও পরিধি ছিলো স্বল্প । কারন প্রশাসনিক অনুমোদনের অভাবে অনেক বিষয় আটকে ছিলো। আশা করছি এখন থেকে সে সব সংকট দূর হবে। তবে জনবলসহ সব কিছু সমনন্বয় ঘটতে কিছুটা সময় লেগে যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT