বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে পুন.মিলনীর আয়োজন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে পুন.মিলনীর আয়োজন - ajkerparibartan.com
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে পুন.মিলনীর আয়োজন

3:39 pm , September 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করবেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এজন্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয়েছে অ্যালামনাই এসোসিয়েশন। এতে আহ্বায়ক করা হয়েছে- সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ সাজেদাকে। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে অ্যালামনাই এসোসিয়েশন আয়োজন করছে পুনর্মিলনী উৎসব। এতে দেশ এবং বিদেশে অবস্থান করা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। গতকাল সোমবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শতবর্ষ পূর্তি উদযাপনে পুনর্মিলনীর বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন অ্যালামনাই এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে অধ্যাপক শাহ্ সাজেদা জানান, ‘আমরা প্রাক্তন শিক্ষার্থীরা মিলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করছি। আগামী বছর ১২ জানুয়ারি এই অনুষ্ঠানটির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে দেশের নির্বাচন এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে সময়সূচি পরিবর্তন হতে পারে। তিনি বলেন, ‘আমরা এই আয়োজনে বেশ সাড়া পাচ্ছি। এখানে দেশ এবং বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা এই আয়োজনে খুশি এবং সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, ‘শতবর্ষ পূর্তি উপলক্ষে অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে দুই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি এই আয়োজন সফল করতে সকলের সহযোগিতা চান অধ্যাপক শাহ্ সাজেদা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT