3:18 pm , September 25, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে ছিলেন। এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে তারা ডাক-চিৎকার দেয়। খবর পেয়ে একই গ্রামের শংকর মিস্ত্রি লুঙ্গি ও হাতের ব্রেসলেট দেখে লাশ সনাক্ত করে।
শংকর মিস্ত্রি জানান, আমার ছেলে সৌরভ মিস্ত্রি মানসিক ভারসাম্যহীন। গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ ছিলো।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, খবর পেয়ে ধানক্ষেতের মধ্য থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি।