মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে - ajkerparibartan.com
মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

3:16 pm , September 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত “ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩” উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত বরিশাল জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম -বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। সভায় মা ইলিশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া সভায় ২২ দিনে জেলেদের জন্য বরাদ্দ কৃত চাল সকল জেলেদের হাতে দ্রুত পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৃত জেলে ও মৌসুমি জেলেদের উপর নজরদারি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। মা ইলিশ আহরণ বন্ধে ঝুঁকিপূর্ন নদীতে আইনশৃংখলা বাহিনীর টহল বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় প্রশাসনসহ সকল আইনশৃংখলা বাহিনী ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় সিদ্দান্ত জানানো হয়। এছাড়া মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়। সেইসাথে সবাইকে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT