ফলপট্টির ‘আল ক্বারী’ হোটেলে বিক্রি হয় পচা-বাসি খাবার ॥ মোবাইল কোর্টে জরিমানা ফলপট্টির ‘আল ক্বারী’ হোটেলে বিক্রি হয় পচা-বাসি খাবার ॥ মোবাইল কোর্টে জরিমানা - ajkerparibartan.com
ফলপট্টির ‘আল ক্বারী’ হোটেলে বিক্রি হয় পচা-বাসি খাবার ॥ মোবাইল কোর্টে জরিমানা

3:53 pm , September 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ফলপট্টি রোডের ‘আল ক্বারী’ খাবার হোটেলে গ্রাহকদের পচা-বাসি খাবার খাওয়া হয়। পাশাপাশি নি¤œমানের খাবার পরিবেশন করে অধিক অর্থ হাতিয়ে নিয়ে গ্রাহক ঠকানো হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার অপরাহ্নে ফলপট্টি মন্দিরসংলগ্ন রোডের ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে হানা দেয় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট। তারা ‘আল ক্বারী’ হোটেলের দ্বিতীয় তলার রান্নাঘরে ঢুকতেই উত্থাপিত অভিযোগের বেশকিছু সত্যতা স্বচোক্ষে দেখতে পেয়েছেন। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত টিম রন্ধনশার ফ্রিজ থেকে কদিন আগে প্রস্তুত করা মাছ নামিয়ে নিয়ে আসেন। এবং পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠান মালিক এনায়েত সরদারকে জরিমানাও করেন। এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী এবং সহকারি পরিচালক ইন্দ্রানী দাস। তাদের সহযোগিতা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশন। সহকারি পরিচালক ইন্দ্রানী দাস জানান, ফলপট্টি মন্দির লাগোয়া গলির ‘আল ক্বারী’সহ কাটপট্টির আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানেও অভিযান করেছেন। তবে জরিমনার আওতায় এসেছে কাটপট্টির দুটি কসমেটিকের দোকানসহ ফলপট্টির ওই ‘আল ক্বারী’ খাবার হোটেল। এই কর্মকর্তা জানান, ‘আল ক্বারী’ হোটেলের ফ্রিজে রান্না করা এবং কাচা মাছ মাংস এক সাথে রাখা হয়েছিল। এছাড়া মাছগুলো অনেক আগের, যা কাস্টমারদের খেতে দেওয়া হতো। শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে হানা দিলে এর প্রমাণ মিলো যায়। পরবর্তীতে পচা-বাসি খাবার বিক্রির অপরাধে এই প্রতিষ্ঠান মালিক এনায়েত সরদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ আছে, হোটেলটিতে দীর্ঘদিন ধরে পচা-বাসি খাবার বিক্রি করে আসছিল। মাঝে মধ্যে এনিয়ে ক্রেতাদের সাথে দোকানির বসচাও হয়, কিন্তু মালিক এনায়েত মোটেও শোধরায়নি। বরং তিনি পচা-বাসি খাবার ক্রেতাদের খাইয়ে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, নিয়মিত শহরের খাবার হোটেলগুলোতে নজরদারি রাখা হচ্ছে, যার অংশ হিসেবে হোটেল ‘আল ক্বারী’তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা হয়েছে। পচা-বাসি খাবার বিক্রিসহ রন্ধনশালার ফ্রিজে রান্না করা খাবার এবং কাচা মাছ-মাংস একতে পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানটির রান্নাঘরও অপরিচ্ছন্ন ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT