3:52 pm , September 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা সহ মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি।
গতকাল রোববার বেলা ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল জেলা তাঁতীদলের আহবায়ক আনিসুর রহমান আনিছ, জেলা স্বেচ্ছাবেকদলের আহবায়ক রফিকুল ইসলাম জনি।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল জেলা বিএনপির সদস্য মুশফিক হাসান মাসুম, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, আলহাজ্ব মন্টু খান, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম।