আজ থেকে পাইকারী ও খুচরা বাজারে শুরু হচ্ছে আলু বিক্রি আজ থেকে পাইকারী ও খুচরা বাজারে শুরু হচ্ছে আলু বিক্রি - ajkerparibartan.com
আজ থেকে পাইকারী ও খুচরা বাজারে শুরু হচ্ছে আলু বিক্রি

3:51 pm , September 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে বরিশালের পাইকারী বাজারে আলু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আড়তদাররা। সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করতে না পারার কারনে গত বৃহস্পতিবার থেকে নগরীর পাইকারী বিক্রেতার আড়ত আলু শুন্য হয়ে পড়ে। এরপর থেকে গত চারদিন ধরে পাইকারী বাজারে আলু বিক্রি বন্ধ ছিলো। কোন আড়তে আলু দেখা যায়নি।
নগরীর পিয়াজপট্টি এলাকার পাইকারী বাজারের আড়তদার মো. শিপন হোসেন জানান, রোববার বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সাথে আড়তদাররা সাক্ষাত করে। তিনি সহনশীল দামে আলু বিক্রির পরামর্শ দেন। আলু কেনা বেচার ভাউচার রাখতে নির্দেশ দিয়েছেন। তার আশ্বাসে সোমবার থেকে আলু বিক্রি শুরু করার সিদ্বান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, পাইকারী বাজারে প্রতিকেজি ৩৮ থেকে ৪০ টাকা ও খুচরা বাজারে ৪৫ টাকা দরে বিক্রির সিদ্বান্ত হয়েছে। এ সিদ্বান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ ও রাজশাহী অঞ্চল থেকে আলু বোঝাই ট্রাক রওনা হয়েছে। সকালের মধ্যে আলু এসে পৌছুবে। দুপুরের মধ্যে পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে বেচা-বিক্রি শুরু করা যাবে বলে জানিয়েছেন তিনি।
আড়তদার মো. আল আমিন জানিয়েছেন, দ্রব্যেমুল্যের উর্ধ্বগতিতে আলু বেশি প্রয়োজন। সরকার ২৭ টাকা দরে পাইকারী বাজারে আলু বিক্রির সিদ্বান্ত দেয়। কিন্তু এ দামে আলু কোনভাবেই বিক্রি করা সম্ভব নয়। তাই আলু বিক্রি বন্ধ করে দেয়া হয়।
নগরীর পিয়াজ পট্টি এলাকায় ৩৫ টি আড়ত রয়েছে। এ সকল আড়ত থেকে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার বস্তা আলু বিক্রি হয়। আলু না থাকায় আড়তদের চেয়ে বেশি ভোগান্তিতে ছিলো শ্রমিকরা। গত চারদিন বেচা-বিক্রি না থাকায় অনেক শ্রমিক অর্থ সংকটে ছিলো। অনেক শ্রমিক আড়তে আসেনি বলে জানিয়ে ফারুক ফকির বলেন, সোমবার থেকে বেচা বিক্রি শুরু হবে বলে শুনেছি। আলু বিক্রি শুরু হলে সব শ্রমিকরা আড়তে এসে পড়বে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT