3:47 pm , September 24, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে । আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মো. সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড. মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপি সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তবারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার দাবী জানান। তারা খালেদা জিয়ার জীবন সংকটময় অবস্থা রয়েছে উল্লেখ করে আটক অবস্থায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সরকার কে নিতে হবে বলে হুশিয়ারি দেন। সমাবেশে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনি: যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নান্না খলিফা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ পরবর্তী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন কালে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশী বাঁধার কারণে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি কালী বাড়ী সড়ক হয়ে সাধনা মোড়, পোষ্ট অফিসের সামনে হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।