4:12 pm , September 23, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বেশ কিছু দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে চলছে ঢের আলোচনা। কেন আসছেন না তিনি? নাকি আর আসবেন না? কি কারনে তার এই নিশ্চুপ প্রস্থান এসব আলোচনায় সরব বরিশাল সিটি করপোরেশন। তবে প্রশ্ন যাই হোক বরিশালে আর ফিরছেন না বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ। তিনি তার নতুন কর্মস্থল পাট অধিদপ্তরে যোগদান করেছেন। গতকাল আজকের পরিবর্তনকে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। বলেছেন আমি নতুন কর্মস্থল পাট অধিদপ্তরে যোগদান করেছি। সুতরাং বরিশালে ফেরার কোন প্রশ্নই আসে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন রিলিজ না দিলে কি দায়িত্ব হস্তান্তর করা যায়? এর বেশী আর কিছু বলতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগ দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত (কর্মরত) জাকির হোসেন বাচ্চু কে। অপর দিকে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ কে পাট অধিদপ্তরের উপ পরিচালক পদে বদলী করা হয়। এর আগে গত বছরের পহেলা নভেম্বর তাকে বাংলাদেশ স্টেশনারী অফিসের উপ পরিচালক হিসেবে বদলী করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে তা বাতিল করা হয়। ২০২১ সালে ১১ ফেব্রুয়ারী বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন তিনি। এর আগে তিনি সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।