4:08 pm , September 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশের জন্য পাকিস্থানীদের বিরুদ্ধে গিয়ে লড়াই সংগ্রাম দীর্ঘ বছর কারাবরন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউপির সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহ¯্রাধিক সরকারি ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
শনিার সকাল ১১ টায় রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী জানান, বর্তমান সরকার বিভিন্ন দেয়। ভাতা সঠিকভাবে দেয়া হয় কিনা, কোন সমস্যা রয়েছে কিনা। এ বিষয় জানার জন্য এসেছি। সপ্তাহে দুইদিন বরিশাল অবস্থান করে সকলের খোঁজ খবর নিয়ে সমস্যা সমাধানেরও চেষ্টা করেন বলে জানিয়েছেন সদর আসনের এমপি।
বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের উন্নতি আটকাতে তাকেসহ স্ব পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। আল্লাহর অশেষ রহমতে এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য প্রানে রক্ষা পায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে এদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে গরীব ছোট একটি দেশ থেকে আজ সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশে রুপান্তিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এদেশের উন্নয়ন হয় যা সবটাই দৃশ্যমান আমাদের কাছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বিশ্বের বুকে সমৃদ্ধশালী দেশ হিসেবে উন্নয়নের মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান পাল্টে গেছে। দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে দৃশ্যমান উন্নয়ন মূলক কাজের মাধ্যমে।
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস করা যাবে না। আর দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প ুনরায় আপনারা আপনাদের নিজেদের স্বার্থে নৌকা প্রতীকের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনে সিদ্ধান্ত দেয়ার আহবান জানিয়েছে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করীম বলেন, বরিশাল তথা দক্ষিণাঞ্চল পরিচিত ছিলো বিএনপি’র ঘাটি। এ অঞ্চলে তাদের ঘাটি থাকলেও জনগণের কোন উন্নতি হয়নি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় । তিনি তার দায়িত্ব পালন থেকে শুরু করে দেশের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন যা আপনাদের সকলের তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তাতে স্পষ্ট হয়ে আছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আরো উপস্থিত ছিলেন, রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক সরদার, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান মাহাদ, সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।