শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -শ. ম রেজাউল করিম শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -শ. ম রেজাউল করিম - ajkerparibartan.com
শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -শ. ম রেজাউল করিম

4:05 pm , September 23, 2023

তরিকুল ইসলাম, ভা-ারিয়া ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ এই শিশুদের মধ্য থেকে বিকশিত হবে। এই শিশুরা জাতির নেতৃত্ব দেবে। সে জন্য এই শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ক্রীড়া প্রতিযোগীতা এমন একটা জিনিস, যারা খেলাধূলা করে তাদের শরীর ভালো থাকে, রাতে ভালো ঘুম হয়। ফলে নিয়মিত খেলাধূলা করতে হবে। শরীরচর্চা করতে হবে। পড়াশুনা করতে হবে। শুক্রবার বিকেলে পিরোজপুরের জেলা ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্য থেকে আমাদের ভবিষ্যৎ দেখতে চাই। তোমরা একদিন বড় হবে। তোমরা একদিন ডিসি, এসপি হবে। তোমরা একদিন এমপি, মন্ত্রী হবে। বর্তমান প্রধানমন্ত্রী সব সময় চান শিশুরা বড় হোক। কারণ তোমরা বড় না হলে আগামীতে এই দেশ কে চালাবে। মনে রাখবে লেখাপড়া না করে শুধু খেলাধূলা করলে কিন্তু কিছুই হবে না। তোমরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিবে ‘সদা সত্য কথা বলবে, ভালো পথে চলবে, লেখা-পড়া করবে, কোন খারাপ ব্যক্তিদের সাথে চলবে না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। মন্ত্রী পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে ভান্ডারিয়া উপজেলার ৯২নং উত্তর পৈকখালী সরকারিপ্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পিরোজপুর সদর উপজেলার ২৫নং পূর্ব দূর্গাপুর সরকারিপ্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কাউখালী উপজেলার ২৩নং কাউখালী মডেল সরকারিপ্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পিরোজপুর সদর উপজেলার ৩৭নং পুখুরিয়া সরকারিপ্রাথমিক বিদ্যালয় রানার আপ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT