3:44 pm , September 22, 2023
কাউখালী প্রতিবেদক ॥ শনিবার দক্ষিণাঞ্চলে বিএনপির রোডমার্চ পটুয়াখালী থেকে শুরু হয়ে পিরোজপুরের কাউখালী চৌরাস্তায় শেষ হবে। এ সময় দলটির নেতাকর্মীরা ৮০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করবেন। পথে বরিশাল ঝালকাঠি সহ একাধিক স্থানে পথসভা করবে দলটি। শুক্রবার সকালে রোডমার্চের শেষ প্রান্তের পিরোজপুরের কাউখালী চৌরাস্তায় সমাবেশের স্থান পরিদর্শন করেন রোডমার্চ প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবির, সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ ।
রোডমার্চ প্রস্তুতি টিমের প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেন, এখন সংগ্রামের মধ্যে আছি। আগামী নির্বাচন আমরা একতরফা হতে দেব না, দিনের ভোট রাতে হতে দেব না, বিনা ভোটে এমপি হতে দেবব না এর জন্যই আমাদের রোডমার্চ।