গৌরনদীতে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নারী নিহত গৌরনদীতে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নারী নিহত - ajkerparibartan.com
গৌরনদীতে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নারী নিহত

3:36 pm , September 22, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ারা বেগম (৪৫) নামে সৌদি প্রবাসী এক নারী নিহত ও ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালি গ্রামের নূর আলমের স্ত্রী। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা গুনগুন পরিবহন ও বিপরীত দিক থেকে আসা যাতায়াত পরিবহনের সাথে বার্থী বাসষ্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধহয়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন নেতৃত্বে একটি টিম ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। গুরুতর আহতদের গৌরনদী ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT