গৌরনদীতে হাতুরি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে যুবদল নেতার হাত-পা ভেঙ্গেছে যুবলীগ নেতাকর্মীরা গৌরনদীতে হাতুরি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে যুবদল নেতার হাত-পা ভেঙ্গেছে যুবলীগ নেতাকর্মীরা - ajkerparibartan.com
গৌরনদীতে হাতুরি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে যুবদল নেতার হাত-পা ভেঙ্গেছে যুবলীগ নেতাকর্মীরা

3:58 pm , September 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলায় যুবদল নেতাকে হাতুরি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যার পর পৌরসভার গয়নাঘাটা কাঁচা বাজারের মাতৃমঙ্গল শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. বাচ্চু সিকদার (৪২) বর্তমানে বরিশাল নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে গৌরনদী পৌর যুবলীগের আহবায়ক। বাচ্চু সিকদার জানান, বুধবার বিকেলে উত্তর বিজয়পুর নিজ বাড়ি থেকে বের হয়ে স্থানীয় গয়নাঘাট কাঁচা বাজারে যান। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কাঁচা বাজারের মাতৃমঙ্গল শিশু হাসপাতালের সামনে পৌছুলে গৌরনদী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিক মিয়ার নেতৃত্বে ১৫/১৬ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা, হাতুরী, হকিষ্টিক ও জিআই পাইপ নিয়ে হামলা করে। তারা এলোপাতারিভাবে পিটিয়েছে। বহু অনুনয় বিনয় করে কান্নাকাটি করে জীবন ভিক্ষা চাইলেও হামলাকারীর ছাড়েনি। বাজারের ব্যবসায়ীসহ শত শত মানুষ ঘটনাটি দেখলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবদল নেতার উপর নির্দয় ও অমানবিকভাবে হামলার করেছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়।
যুবদল নেতার স্ত্রী খাদিজা খানম বলেন, ৩/৪ মাস আগেও একবার হামলা করে তার একটি পা ভেঙ্গে দিয়েছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। বুধবার রাতে সন্ত্রাসীরা বাসার সামনে তিনটি বোমার বিষ্ফোরন ঘটিয়েছে। বোমার শব্দে পাঁচ বছর বয়সী কন্যা জুবাইদা জ্ঞান হারিয়ে ফেলেছিলো।
যুবদল নেতাকে চিকিৎসা দেয়া ডা. বাবুল সাহা সাংবাদিকদের বলেন, বাচ্চু সিকদারের দুটি পায়ের তিনটি স্থানে ও একটি হাতের দুটি স্থানে ভেঙ্গে মারাত্মকভাকে ভেঙ্গে গেছে।
গৌরনদী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিক মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে তার বা যুবলীগের কোন সম্পৃক্ততা নাই। যুবদল নেতা মিথ্যচার করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT