কাউখালী শহরে রাস্তা সংস্কারের অভাবে জনদুর্ভোগ কাউখালী শহরে রাস্তা সংস্কারের অভাবে জনদুর্ভোগ - ajkerparibartan.com
কাউখালী শহরে রাস্তা সংস্কারের অভাবে জনদুর্ভোগ

3:57 pm , September 21, 2023

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার হচ্ছে না। উপজেলা পরিষদের সমাজসেবা অফিস থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত ৩৪০ মিটার রাস্তাটির দুর্ভোগ একেবারে চরমে। খানাখন্দের সৃষ্টি হয় যান চলাচলে বিঘœ ঘটছে। বৃষ্টির সময় হাটু পরিমান পানি থাকে রাস্তায়। রাস্তার দুই পাশের দোকানদাররা অনেক সময় বৃষ্টির কারণে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। তাদের ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ী নুরুল ইসলাম ও বাদল হোসেন বলেন, আমাদের দুর্ভোগের কোন শেষ নেই। বৃষ্টির সময় আমরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাই। রাস্তায় পানি থাকার কারণে কোন ক্রেতা আমাদের দোকানে আসছে না। পথচারী মাসুম বিল্লাহ বলেন, এর সমাধান কবে হবে? বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও আজ পর্যন্ত রাস্তার কাজের কোন সমাধান পাচ্ছিনা। রিক্সা চালক লিটন আক্ষেপ করে বলেন, খানাখন্দের কারণে রাস্তা ব্যবহার করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বৃষ্টির কারণে রাস্তার কাজ হচ্ছে না। বৃষ্টি কমে গেলেই রাস্তার সংস্কার কাজ শুরু হয়ে যাবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি এ ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি। বৃষ্টি কমলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে এবং উপজেলার সড়কগুলো সরেজমিনে দেখে পর্যায়ক্রমে সমাধান করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT