মহিপুরে প্রকাশ্যে ভাতিজার হাত পায়ের রগ কর্তন চাচার মহিপুরে প্রকাশ্যে ভাতিজার হাত পায়ের রগ কর্তন চাচার - ajkerparibartan.com
মহিপুরে প্রকাশ্যে ভাতিজার হাত পায়ের রগ কর্তন চাচার

3:55 pm , September 21, 2023

আরিফ সুমন, কুয়াকাটা ॥ প্রকাশ্যে চাচার নেতৃত্বে ভাতিজার হাত পায়ের রগ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধের জেরে মোঃ সুমন হাওলাদারের নেতৃত্বে চার পাঁচজনের দল ধারালো অস্ত্র নিয়ে মোঃ হালিম হাওলাদার (৪৫) এর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হালিম হাওলাদার এর হাত পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায়। জানাযায় হামলাকারী সম্পর্কে হালিম হাওলাদারের সৎ চাচা। বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে আলীপুর বাজারের মোশাররফের রেস্তরাঁয় প্রকাশ্যে হালিম হাওলাদারের উপর এই হামলা চালানো হয়। স্থানীয়রা তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মোঃ ফেরদাউস আলম খান জানান, জমিজমার বিরোধের জের ধরে এই হামলার হতে পারে বলে তিনি প্রাথমিক ধারনা করেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সাথে জসি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্বেও এই বিরোধে নিয়ে একাধিক হামলা মামলা হয়োছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT