3:31 pm , September 20, 2023
সরকারী চাল আত্মসাৎ
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ সরকারী বরাদ্দের চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অভিযোগ এনে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। মামলাটি করেছেন একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের (৭, ৮ ও ৯) সদস্য ফাতেমা আক্তার লিপি। মামলা সূত্রে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলায় অসহায় দুস্থদের জন্য ৫.৯৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের চাল বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের বরাদ্দপত্রের মাধ্যমে মোট ১৭.৬৭০ মেট্রিক টন চাল উত্তোলন করে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। এ অর্থ আত্মসাতের সাথে সরাসরি মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান ও ইউপি সদস্যরা জড়িত ছিলেন। সরকারী বরাদ্দ আত্মসাতের অভিযোগ এনে মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাবুব শিকদার,৭ নং ওয়ার্ড সদস্য মোঃ খলিলুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বেগ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান , ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বশির শিকদার ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল বাশার হাওলাদারকে আসামী করে ২০ সেপ্টেম্বর বরিশাল সিনিয়র বিশেষ জজ আদালতে মামলা দায়ের করেন সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।