4:21 pm , September 19, 2023

পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ ফেন্সিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া দিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। মঙ্গলবার সন্ধ্যায় বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কনস্টেবল মেহেদি হাসান (৩২) ও মো. সানী (২৬) আহত হয়েছে। তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেন্সিডিলবাহী প্রাইভেট কার ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়েছে। পরে পুলিশ ফেন্সিডিলসহ প্রাইভেট কার উদ্ধার করেছে বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. মাকসুদুর রহমান জানিয়েছেন। তিনি জানান, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল ফেন্সিডিলবাহী প্রাইভেট কার ধাওয়া করে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ধাওয়া খেয়ে আরোহীরা রাস্তার পাশে প্রাইভেট কার রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তারা গিয়ে প্রাইভেট কার উদ্ধার করেন। এ সময় প্রাইভেট কার থেকে ৫ কার্টন ফেন্সিডিল উদ্ধার করেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, তার নেতৃত্বে চার সদস্যর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারা বাকেরগঞ্জ এলাকায় অবস্থান নেন। এ সময় তারা প্রাইভেট কার সিগনাল দিলে তারা পালিয়ে যায়। তখন দুই কনস্টেবল ধাওয়া করে প্রাইভেট কারের সামনে যায়। তখন প্রাইভেট কার দিয়ে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে খাঁদে ফেলে। এরপরে দ্রুত পালিয়ে যাওয়ার সময় প্রাইভেট কার দুর্ঘটনায় পড়ে। তখন প্রাইভেটকারের অরোহীরা গাড়ী ফেলে পালিয়ে যায়।