4:18 pm , September 19, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে এলজিইডির গ্রামীন রাস্তা সমূহের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে দরিদ্র, স্বামী পরিত্যাক্তা মহিলাদের কাজে নিয়োগ ও বিভিন্ন প্রশিক্ষনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩টি ইউনিয়নের ১৫ জন মহিলা নিয়োগ করা হয়। অভিযোগকারীরা জনান, চলতি অর্থ বছরের জুন মাসে গোপনে নিয়োগ প্রদান করেন উপজেলা প্রকৌশলী মোঃ সাকায়েত হোসেন। ইউনিয়নগুলো হলো : সয়না রঘুনাথপুর, আমরাজুড়ী ও কাউখালী সদর ইউনিয়ন। মহিলারা যখন কাজে যোগদান করেন তখন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ জানতে পারে। সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ, উপজেলা চেরম্যান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে উপজেলা প্রকৌশলী যাচাই বাছাই করে অসহায় ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের দৈনিক বেতনে নিয়োগ প্রদান করবেন। এব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সি ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ অভিযোগ করে বলেন, আমাদের ইউনিয়নে কর্মী নিয়োগ হয় অথচ আমাদেরকেই জানানো হয় না। উপজেলা প্রকৌশলী একাই কর্মী নিয়োগ করেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া জানান, কর্মী নিয়োগে তথ্য গোপন করা হয়েছে । এতে মোটা অংকের টাকা লেনদেন হতে পারে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী জানান, পূর্বে এলসিএস এর কর্মী নিয়োগ করা হয়ছে। ওই সময় অপেক্ষমান কর্মীদের তালিকা থেকে নিয়োগ দেওয়া হয়েছে। উৎকোচের বিনিময় নিয়োগ দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।