শিশু ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেপ্তার ॥ জিম্মায় জামিন শিশু ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেপ্তার ॥ জিম্মায় জামিন - ajkerparibartan.com
শিশু ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেপ্তার ॥ জিম্মায় জামিন

4:14 pm , September 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পাঁচ বয়সী শিশু ধর্ষনের মামলার ১৩ বছর আট মাস বছর বয়সী শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে শিশু আদালতে পাঠানো হয়। বরিশাল শিশু আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন আসামীকে দুই জনের জিম্মায় জামিন দিয়েছে।
শিশু আসামী ফাহিম খান বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, একই বাড়ীর বাসিন্দা দুই শিশু। তার এক সাথে খেলাধুলা করে। গত ১৫ সেপ্টেম্বর ফাহিম খানের ঘরে খেলতে ছিলো পাঁচ বছর বয়সী শিশু কন্যা। দুইজনছাড়া ঘরে আর কেউ ছিলো না। এ সুযোগে ফাহিম শিশু কন্যাকে ধর্ষন করে। এতে অসুস্থ হয়ে পড়ে শিশু কন্যা কাঁদতে কাঁদতে বেরিয়ে মায়ের কাছে বিষয়টি জানায়। পরে শিশু কন্যাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। এ ঘটনায় মঙ্গলবার বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় শিশু কন্যার বাবা ফাহিমকে আসামী করে মামলা করে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ জানান, মামলার পর আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামীকে জিম্মায় জামিন দিয়েছে। তিনি আরো জানান, ঘটনা তদন্ত চলছে। তদন্ত শেষ না হলে বিস্তারিত বলা যাবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT