4:12 pm , September 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে বরিশাল নগরীর স্বনামধন্য প্রতিষ্ঠান এক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও পন্যের গায়ে মূল্য তালিকা ও মেয়াদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, হোটেল, রেস্তোরাঁসহ যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যখন এসে খাওয়া দাওয়া করবে, তখন তাকে টাটকা ও ফ্রেশ খাবার প্রদান করতে হবে। এর ব্যত্যয় ঘটায় হট প্লেট রেস্টুরেন্টকে সতকর্তামূলকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে খাবারের মান ঠিক রাখে এবং পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয় সেজন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।পরে ভোক্তা অধিকার টিম নগরীর সাগরদী বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানকে পন্যের গায়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। এ সময় মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করেন।