4:09 pm , September 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল সকালে আনন্দ র্যালি। র্যালির পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা এবং অধিকতর জনমুখী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সার্বিকভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর শক্তিশালী, কার্যকর এবং স্বাবলম্বীকরণে জনপ্রতিনিধি এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা প্রয়োজন। এতে সেবা সহজিকরণ এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সহজতর হবে।
সভায় স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ শুভেচ্ছা বক্তৃতা করেন।