4:08 pm , September 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে আগামী ২৩ সেপ্টেম্বর রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। এ লক্ষ্যে গতকাল বিকেলে প্রেসক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদের সভাপতিত্বে ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সঞ্চলনায় প্রস্ততি সভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, মহিলা নেত্রী এলিজা জামান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল নেতা জাকির হোসেন নান্নু, আলমগীর হোসেন, এইচ.এম তছলিম উদ্দিন, মাসুদ হাসান মামুন প্রমুখ।