4:07 pm , September 19, 2023

বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল সিটি করপোরেশনের ৫৮ বর্গকিলোমিটার এলাকার এখন চরম আতঙ্কের নাম মশা। মশার কারণে দিনরাতের বেশির ভাগ সময় ঘরে জ্বলছে কয়েল। এতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে তেমনি বাড়ছে দূর্ঘটনার আতঙ্কও। শুধু নগরীতেই নয়, নগরীর আশে-পাশে এলাকার বাসিন্দারাও মশার উৎপাতে অতিষ্ঠ। দিনের বেলাও মশারী টানিয়ে বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করতে হয় নগরবাসীর। সাধারণ মানুষের দাবী, গতবছরের তুলনায় চারগুণ বেশি মশার উৎপাত এবছর। তবে সেই তুলনায় নগরীতে মশার ঔষধ তেমন একটা ছিটানো হয় না বললেই চলে। যদিও নগরীর মশা নিয়ে বিসিসি কর্তৃপক্ষের দাবী প্রতিদিন ফগার মেশিন দিয়ে মশার ওষধ দেওয়া হয়। তবে বাস্তবে করপোরেশনের এসব পদক্ষেপ নগরবাসীর চোখে পড়ে না। অন্যদিকে নগরীর দায়িত্ব সিটি করপোরেশন কর্তৃপক্ষের উল্লেখ করে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ বলেছেন, আমরা জেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক রেখেছি। স্থানীয় সরকার বিভাগও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ডেকে ডেঙ্গু প্রতিরোধে সভা করেছেন।