4:05 pm , September 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শ্রেনী কক্ষে পাঠদানের অনুরোধ করায় প্রধান শিক্ষককে বেধরকভাবে মারধর করেছে সহকারী শিক্ষকরা। এছাড়াও ঘটনার দৃশ্য ধারন করায় শিক্ষকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে।
আহত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, দাপ্তরিক কাজে গত ১৫ দিন বিদ্যালয়ে যেতে পারেননি। আজ (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে বিদ্যালয়ে যান। তাকে দেখে শিক্ষার্থীরা ছুটে এসে বলে “স্যার আপনি স্কুলে আসেন না। তাই ঠিকমতো ক্লাস হয় না”। শিক্ষার্থীদের একথা শুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল্লাহ সাইফুল্লাহ ও ক্রীড়া শিক্ষক মোখলেচুর রহমান মোবাইল দেখছেন। তখন মাওলানা শহীদুল্লাহ সাইফুল্লাহকে বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পাঠদান করতে অনুরোধ করা হয়। তিনি ক্লাস নিতে অস্বীকার করেন। তার অস্বীকার করা বিষয়টি ভিডিও করা হয়। তখন ওই শিক্ষক তার সাথে দুর্ব্যবহার শুরু করেন। এক পর্যায়ে মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তখন তিনি বারান্দায় বের হন। এ সময় ধর্মীয় শিক্ষক শহীদুল্লাহ ও ক্রীড়া শিক্ষক মোখলেচুর রহমান তার উপর চড়াও হয়। এ সময় নিজেকে রক্ষা করতে মাঠে নেমে যান। তারা মাঠের মধ্যে নেমে ক্রীড়া শিক্ষক মোখলেচুর রহমান মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে গাছের সাথে আছাড় দেয়। পরে ধর্মীয় শিক্ষক ৭৫ হাজার টাকা মুল্যের মোবাইল ফোন সেট বিদ্যালয়ের বারান্দার ফ্লোরে আছার দিয়ে ভেঙ্গে ফেলে। পরে ধর্মীয় শিক্ষক শহীদুল্লাহ, ক্রীড়া শিক্ষক মোখলেচুর রহমান ও কৃষি শিক্ষক আবু বক্কর সিদ্দিক তাকে টেনে হিচড়ে বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে নেয়। পরে দরজা আটকে বেধরকভাবে মারধর করে। এতে সে অচেতন হয়ে পড়েন। তখন অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসে তাকে উঠিয়ে টেবিলে উঠিয়ে সুস্থ করার চেষ্টা করে। তিনি হাসপাতালে নেয়ার কথা জানালে হামলাকারীরা শিক্ষকরা অবরুদ্ধ করে রাখে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
এ বিষয়ে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষককে মারধর ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। তারা উদ্ধার করে শিক্ষককে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।