ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে পঁচাবাসী খাবার, অর্থদন্ড ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে পঁচাবাসী খাবার, অর্থদন্ড - ajkerparibartan.com
ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে পঁচাবাসী খাবার, অর্থদন্ড

4:20 pm , September 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে নোংরা পরিবেশ, পঁচাবাসী খাবার বিক্রির দায়ে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী এই অর্থদ- দেন। এসময় সহকারী পরিচালক ইন্দ্রানী দাসসহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, হোটেল, রেস্তেরাঁসহ যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যখন এসে খাওয়া দাওয়া করবে, তখন তাকে টাটকা ও ফ্রেশ খাবার বিতরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটায় ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনকে সতকতামূলকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে খাবারের মান ঠিক রাখে এবং পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয় সেজন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই অভিযান পরিচালনার পরে ভোক্তা অধিকার সংরক্ষণ টিম নগরীর হাটখোলায় অভিযান পরিচালনা করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT