4:19 pm , September 18, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে। কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর ও একই এলাকার শাকিব। জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সড়কে রাখা একটি ট্রাকের সাথে? ধাক্কা লেগে ঘটনাস্থলে ছিটকে পরে যায়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন। তবে এ বিষয়ে বারবার পাথরঘাটা থানার ওসির মুঠোফোনে কল করা হলে কেটে দেয়। তবে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা ওসিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে নিশ্চিত করেছেন।