কাউখালীতে স্থানীয় সরকার দিবস পালন কাউখালীতে স্থানীয় সরকার দিবস পালন - ajkerparibartan.com
কাউখালীতে স্থানীয় সরকার দিবস পালন

4:08 pm , September 18, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস পালন ও উন্নয়ন মেলা উপলক্ষে সোমবার বেলা ১১টায় এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য আকলিমা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  লিটন কৃষ্ণ কর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT