4:07 pm , September 18, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নববধূর ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্বামীকে গ্রেফতার করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের রতœপুর গ্রামের খোকন খানের ছেলে নয়ন খানের সাথে প্রেম করে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার লক্ষ্মনকাঠী গ্রামের আতাহার শেখের মেয়ে মীম আক্তারের সাথে দুই মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারনে মীমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী নয়ন ও তার পরিবারের লোকজন। রোববার দুপুরেও তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী নয়ন ও তার পরিবারের লোকজনের সাথে মীমের মোবাইল ফোন ব্যবহার ও পারিবারিক বিষয় নিয়ে কথা কথা কাটাকাটি হয়। তখন মীমকে গলায় রশি দিয়ে মরতে বলেন স্বামী ও তার পরিবারের লোকজন। এ কারনে স্বামী ও পরিবারের উপর অভিমান করে রোববার বিকেলে মীম আক্তার টয়লেটের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লোকজন দেখে পুলিশকে সংবাদ দিলে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মীম আক্তারের ভাই আরিফ শেখ বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে নিহত মীম আক্তারের স্বামী নয়নকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নয়ন কে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।