মানুষের নিরাপত্তায় সন্ত্রাসীদের অস্ত্র ঠেকাতে পুলিশ অস্ত্র ব্যবহার করবে -ডিআইজি মানুষের নিরাপত্তায় সন্ত্রাসীদের অস্ত্র ঠেকাতে পুলিশ অস্ত্র ব্যবহার করবে -ডিআইজি - ajkerparibartan.com
মানুষের নিরাপত্তায় সন্ত্রাসীদের অস্ত্র ঠেকাতে পুলিশ অস্ত্র ব্যবহার করবে -ডিআইজি

4:07 pm , September 18, 2023

মুলাদী প্রতিবেদক ॥ বরিশাল রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান বিপিএম বলেছেন, সাধারণ মানুষ ও এলাকার নিরাপত্তায় সন্ত্রাসীদের অস্ত্র ঠেকাতে পুলিশের হাতে অস্ত্র রয়েছে। মুলাদী উপজেলার মাটিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। তিনি গতকাল সোমবার বিকেল ৫টায় চরকমিশনার ফেরিঘাট এলাকায় বিটপুলিশ ক্যাম্প উদ্বোধন কালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, শান্তির জন্য আইন শৃঙ্খলা রক্ষায় সকল পদক্ষেপ নেওয়া হবে। আইন-শৃঙ্খলার ওপর মানুষ বিশ্বাস হারাবে তা হতে দেওয়া হবে না। ১% মানুষ সমাজে অশান্তি সৃষ্টি করে, ৯৯% মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ তাদের প্রতিহত করবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন, সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল বারী, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি মুলাদী চরকমিশনার এলাকায় আবদুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ওই এলাকায় মনির হোসেন নামের একজন খুন হয়। দুটি খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে সেখানে বিটপুলিশ কার্যালয় স্থাপন করে থানা পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT