3:16 pm , September 17, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়া থানা পুলিশ রবিবার সকালে উপজেলার রতœপুর গ্রাম থেকে নববধূ মুমু আক্তারের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তবে নববধূর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হওয়ায় পুলিশ লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানিয়েছেন, নিহত মুমু আক্তার ওই গ্রামের নয়ন সরদারের স্ত্রী ও একই গ্রামের তাহের শেখের মেয়ে। গত দুই মাস পূর্বে তাদের বিয়ে হয়েছিলো। নিহতের স্বামীর পরিবারের দাবি, দাম্পত্য কলহের কারণে রবিবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে টয়লেটের আড়ার সাথে মুমু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।