বিসমিল্লাহ আবাসিক হোটেল থেকে হাজার পিস ইয়াবাসহ আটক-২ বিসমিল্লাহ আবাসিক হোটেল থেকে হাজার পিস ইয়াবাসহ আটক-২ - ajkerparibartan.com
বিসমিল্লাহ আবাসিক হোটেল থেকে হাজার পিস ইয়াবাসহ আটক-২

3:11 pm , September 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। এরআগে শনিবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে নগরের ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন। যে অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর এলাকার মোঃ বাবুল (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা এলাকার সজল ঘরামী (৩২) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT