3:10 pm , September 17, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তিতে আবারো রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো তিন রোগী। শনিবার সকাল থেকে রোববার সকালে তিন রোগীর মৃত্যু ও নতুন রোগী ভর্তি হয় বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
মৃত রোগীরা হলো-বরিশালের বানারীপাড়া উপজেলার পিয়ারা বেগম (৭০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মমতাজ বেগম (৬৫) ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার তারিকুল ইসলাম (৬৫)। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বোরহানউদ্দিন ও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা। এ নিয়ে বরিশাল বিভাগে এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৭ দিনেই মারা গেছেন ৩৬ জন।
বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১ হাজার ২২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৮৪ জন, পটুয়াখালীতে ৪৫ জন, ভোলায় ৪৯ জন, পিরোজপুরে ৬৪, বরগুনায় ৭৫ ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৯ হাজার ৬৩৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩৩৪ জন। মারা যাওয়া রোগীর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বরগুনায় হাসপাতালে ৫ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরের হাসপাতালে ৭ জন এবং ভোলায় হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে।