১৭০ জন কিশোর পেল বাইসাইকেল ১৭০ জন কিশোর পেল বাইসাইকেল - ajkerparibartan.com
১৭০ জন কিশোর পেল বাইসাইকেল

3:08 pm , September 17, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ছোট ছোট শিশু শিক্ষার্থীরা রমজান মাসে একটানা একমাস নামাজ আদায় করে জিতে নিল ১৭০টি বাইসাইকেল। আর এ ব্যতিক্রমী আয়োজনটি ছিলো বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেনের। যদিও সময় মতো বাইসাইকেল না দেয়ার কারণে নামাজে অংশ নেওয়া কিশোর ও তাদের অভিভাবকরা অনেকটাই ক্ষুদ্ধ ছিলো কাউন্সিলর রাজিব হোসেনের উপর। ১৬ নং ওয়ার্ডের নির্বাচনে অনেকটাই প্রভাব ফেলে ছিলো এই সাইকেল না দেওয়া নিয়ে। রাজিব হোসেন গত রমজান শুরুর আগে তার ১৬ নং ওয়ার্ডের স্কুল পড়ুয়া শিশু কিশোর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন, যারা পবিত্র রমজানের প্রথম (২৪ মার্চ শুক্রবার) দিন থেকে একটানা একমাস মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে তাদের সবাইকে পুরুষ্কার হিসেবে একটি বাইসাইকেল উপহার দেয়া হবে। এ জন্য মসজিদের ঈমাম ও মসজিদ কমিটির সাথে আলোচনা করে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু কিশোরদের নাম রেজিষ্ট্রেশন ও নিয়মিত জামাত শেষে ঈমামের সাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক করে দেন। এতে ১৬ নং ওয়ার্ডের ১৭০ জন শিশু কিশোর নগরীর ব্রাউন কম্পাউন্ডের মসজিদে জামাতে নামাজ আদায় করে ও সবাই বিজয়ী ঘোষিত হয়। এরপরে রমজান, ঈদ এবং ঈদের পরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা, দৌড়ঝাঁপ ইত্যাদির কারণ দেখিয়ে এই পুরষ্কার প্রদান প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়। অনেক অবিভাবক তখন এ নিয়ে অভিযোগ তুললে সে সময় কাউন্সিলর রাজিব হোসেন খান বলেছিলেন, ১২ জুন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী বিধিমালার কারণে আমি এই পুরষ্কার দিতে পারছিনা।
এরপর নির্বাচনে রাজিব পরাজিত হওয়ায় তার মনোবল ভেঙে যায় এবং শিশু কিশোরদের এই পুরষ্কার অনিশ্চিত হয়ে যায়। কিন্তু বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর উৎসাহে পুনরায় তিনি মনোবল ফিরে পান এবং এই পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেন বলে জানান রাজিব ।
১৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর হাত দিয়ে ১৭০ জন শিশু কিশোরের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয়। এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যত যাই ঘটুক, কথা দিলে তা রাখতে হবে। কোমলমতি শিশুদের সাথে করা ওয়াদা পূর্ণ হয়েছে। রাজিবের ওয়াদা পূরণ করতে সাহায্য করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।
এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড একেএম জাহাঙ্গীর হোসেন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এতে উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT