3:07 pm , September 17, 2023

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় আবাসিক প্লট বরাদ্দকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এ নিয়ে বিভ্রান্তিমূলক অনেক তথ্য পাওয়া যাচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে এ বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। আমি এ বিষয়ে আমার অবস্থান স্পষ্ট করে বলতে চাই প্লট বরাদ্দের কোন নিয়ম বর্হিভুত হলে দায়িত্ব গ্রহনের পর তার দায় আমি (সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত) নেবো না। এবং প্রকাশ্যে লটারী না করে এবং যথাবিধি না মেনে এসব প্লট বরাদ্দের বিধান লংঘন করা হলে তার দায় স্ব-স্ব ব্যক্তিবর্গকে-ই বহন করতে হবে। একইভাবে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীতে থ্রি হুইলার (হলুদ অটো) লাইসেন্স প্রদান সম্পর্কিত খবরও প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এ বিষয়েও আমি সুষ্পষ্ট বলতে চাই যে, বিধিবহির্ভূত এমন কোন কাজের দায় আমি (সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত) নেবো না। অতএব এ ব্যাপারে কোন প্রকার অনৈতিক লেনদেন কাউকে না করার জন্য বলা হলো। আমি চাই একটি আদর্শ বরিশাল নগরী, যেখানে রাতারাতি সিদ্ধান্ত গ্রহনের কোন প্রক্রিয়া থাকবে না।
আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত
মেয়র
বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল।