এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না -আনিচুজ্জামান এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না -আনিচুজ্জামান - ajkerparibartan.com
এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না -আনিচুজ্জামান

3:58 pm , September 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা চালু ও লুটেরা, দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার করা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার দাবী জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। গতকাল বেলা ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবী জানান বক্তারা। সংগঠনের মহানগর সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন  জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনিচুজ্জামান আনিস। তিনি বলেন , আগামী জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন সরকারের বিকল্প নেই। বিগত দুটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তাই এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না। বক্তব্য রাখেন যুবজোট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পঙ্কজ শিকারী,বরিশাল মহানগরের সাধারন সম্পাদক মনতোষ সিকদার,সাংগঠনিক সম্পাদক পার্থদেব মন্ডল প্রমুখ। পরে   বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT