3:57 pm , September 16, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ টাকা চাওয়ার অপরাধে ৯০ বছরের বৃদ্ধা মমতাজ বেগমকে বাজারের মধ্যে বসে প্রকাশ্যে পিটিয়ে আহত করে রাস্তার ওপর ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে। আহত বৃদ্ধা পিঙ্গলাকাঠী গ্রামের মৃত মতিন সিকদারের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলে বাজারের ব্যবসায়ী সাইদুল সিকদারের কাছে খাবার ক্রয়ের জন্য শনিবার সকালে ৮০ টাকা চেয়েছিলাম। টাকা না দিয়ে উল্টো আমাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রাখে সাইদুল। আমাকে পেটানোর দৃশ্য অনেকে দেখলেও সাইদুলের ভয়ে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এ ঘটনার তিনি বিচার দাবী করেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রাস্তার পাশ থেকে নির্যাতিতা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।