3:54 pm , September 16, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের অন্যতম নাট্য সংগঠন নাট্যম এর ধারাবাহিক পথচলার পঁচিশ বছর পূর্তি হয়ে ছাব্বিশ বছরে পদার্পণ করেছে। গত ২৫ বছরে সংগঠনটির আলো ছড়িয়ে পড়েছে বরিশাল ছাড়িয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিম-লেও। দীর্ঘ পথচলায় নাট্যম মঞ্চায়ন করেছে অসংখ্য মঞ্চ ও পথনাটক। তাদের কোনো নাটকের প্রদর্শনী সংখ্যাও শতকের ঘর পূর্ণ করেছে। নাট্য আন্দোলনের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে ঐক্যবদ্ধ ভাবে পথ চলছে নাট্যম বরিশাল। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যমের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মনদীপ ঘরাই। এসময় নিজেদের মঞ্চায়িত ছয়টি নাটকের অংশবিশেষ প্রদর্শন করে নাট্যম বরিশাল। নাট্যম সভাপতি বাসুদেব ঘোষ এর সভাপতিত্বে বিশেষ অতিথি বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাট্যজন সৈয়দ দুলাল বলেন, যখন পৃথিবীতে ভাষা সৃষ্টি হয়নি, মানুষ ইশারা ইঙ্গিতে কথা বলতেন, তখন থেকেই থিয়েটার এবং নাটকের উৎপত্তি হয়েছে।
নাট্যম সভাপতি বাসুদেব ঘোষ জানান, বছরব্যাপী আমাদের এই আয়োজনে নাটক নিয়ে সেমিনার, কর্মশালা এবং নিয়মিত প্রদর্শনী থাকবে।
তিনি বলেন, গত পঁচিশ বছরে নাট্যম ৫০টি নাটকের প্রদর্শনী করেছি। যার ছয়টি নাটকের অংশবিশেষ এখানে প্রদর্শন করা হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী। সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর সঞ্চালনায় এই উৎসব আয়োজনে সাংবাদিক সুশান্ত ঘোষ, কবি টুনু কর্মকার, নজরুল সাংস্কৃতিক জোট সভাপতি পাপিয়া জেসমিন, গোপাল কৃষ্ণ গুহ রিপন, প্রান্তিক সাংস্কৃতিক গোষ্ঠী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।