3:53 pm , September 16, 2023

বিশেষ প্রতিবেদক ॥ একটি বেসরকারি টিভি চ্যানেলে শরিয়তপুরের গোসাইরহাট থানার আলাউদ্দিন গাজীর ৩০ বছর অহেতুক কারাবাসের খবর প্রচারিত হবার পর রিটের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ কথিত আসামীকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দেয়ায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করে মুক্ত পৃথিবীর নিশ^াস নিয়েছেন।
১৯৯৩ সালের ২৫ জানুয়ারি ১ লাখ টাকার চুক্তিতে শরিয়তপুরের গোসাইরহাটে খুন করা হয় সেলিম ঢালী। মামলার অন্যান্য আসামীদের ভাষ্যমতে আলাউদ্দিন গাজী হত্যাকান্ডের সময় উপস্থিত ছিলেন। ২০০১ সনের ১২ জানুয়ারি ২৬ আসামীর মধ্যে আলাউদ্দিন গাজী সহ ১৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। এরপর অন্যান্য আসামীরা হাইকোর্টে আপীল করে মুক্তির আদেশ নিয়ে এবং যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ভোগ করে সবাই কারামুক্ত হলেও আলাউদ্দিন গাজীর মুক্তি মেলেনি। তবে নিকটজন হিসাবে বেঁচে থাকা দুই ভাতিজির জন্য আলাউদ্দিন গাজীর সন্ধান মেলে। গত ২৪ মে একটি টেলিভিশন চ্যানেলে খবরটি প্রকাশিত হয়। ২৬ জুন হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট মামলা দায়ের করা হয়। ওই রিট মামলায় আলাউদ্দিন গাজীর আটকের দিন থেকে কেন শাস্তির মেয়াদ গণনা করা হবে না তা জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন, জেলা প্রশাসক বরিশাল ও শরিয়তপুর এবং বরিশাল জেলের জেলারকে তিন সপ্তাহের মধ্যে নির্দেশ দেন বিচারপতি মো: রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. বজলুর রহমানের অবকাশকালীন বেঞ্চ। সেই রিটের ভিত্তিতেই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নির্দেশে আলাউদ্দিন গাজী জামিন মুক্তিলাভ করেছেন বলে জানা গেছে।