3:52 pm , September 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বাউফল থেকে পালানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে ট্যুরিষ্ট পুলিশ। শনিবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওই মাদ্রাসা ছাত্র হলো মো. ওমর ফারুক (১১)। সে বাউফলের সহিস্যা গ্রামের আবুল কালামের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পড়াশোনায় চাপ থাকায় ওমর ফারুক বাসা থেকে পালিয়ে কুয়াকাটা সৈকতে আসে। সেখানে উদ্দেশ্যহীনভাবে একা ঘোরাফেরা করতে ছিলো। বিষয়টি টহলরত ট্যুরিস্ট পুলিশের নজরে পড়লে তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে নিয়ে আসে। কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের নির্দেশে শিশুটিকে কাউন্সিলিং করে বাসার ঠিকানা নেয়া হয়। পরবর্তীতে শিশুটির এলাকার চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে বাড়ি সংবাদ পৌঁছে দেওয়া হয়। সংবাদ পেয়ে তার বড়ভাই মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যালয়ে এসে শিশুটিকে গ্রহন করেন। বড়ভাই মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসান ট্যুরিস্ট পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম বলেন, পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ট্যুরিস্ট পুলিশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর।