বঙ্গোপসাগরে ভাসতে থাকা পাথরঘাটার ১৭ জেলেকে উদ্ধার বঙ্গোপসাগরে ভাসতে থাকা পাথরঘাটার ১৭ জেলেকে উদ্ধার - ajkerparibartan.com
বঙ্গোপসাগরে ভাসতে থাকা পাথরঘাটার ১৭ জেলেকে উদ্ধার

3:52 pm , September 16, 2023

পরিবর্তন ডেস্ক ॥ ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ৪ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ট্রলারসহ ওই জেলেদের বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে গতকাল শনিবার সকালে নিয়ে যাওয়া হয়েছে।মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ”এফবি. মা” নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসার খবর পান তারা। তারপর প্রযুক্তির মাধ্যমে শুক্রবার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ওই ফিশিং ট্রলারটি অবস্থান শনাক্ত করেন কোস্ট গার্ড পরে তাদের উশুার করা হয়। এরপর কোস্ট গার্ডের আওতাধীন কাগা-দোবেকি, দোবেকি ও কচিখালী ষ্টেশনের কোস্ট গার্ড সদস্যরা উদ্ধারকৃত ট্রলারসহ ১৭ জেলেকে মান্দারবাড়ী ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে শনিবার তাদেরকে বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মোংলা কোস্ট গার্ডের এ কর্মকর্তা।এদিকে জেলেদের মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের মো. সালামের মালিকানাধীন এফবি. মা নামের ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে ছেড়ে সাগরে যায়। ছেড়ে যাওয়ার দুদিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসতে থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নেটওয়ার্ক পেলে মোবাইলে মহাজনকে বিষয়টি জানালে মহাজন কোস্ট গার্ডের শরণাপন্ন হন। এরপর কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৭ জেলেসহ ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT