নথুল্লাবাদ ও লাহারহাট থেকে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক নথুল্লাবাদ ও লাহারহাট থেকে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক - ajkerparibartan.com
নথুল্লাবাদ ও লাহারহাট থেকে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

3:49 pm , September 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদ থেকে ইয়াবা ও লাহারহাট থেকে গাঁহাসহ পৃথক অভিযানে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার পৃথক দুই অভিযান করেছে বন্দর ও এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃতরা হলো-কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী সাতঘর পাড়া এলাকার ধানুমিয়ার ছেলে ওমর ফারুক (৪১) ও পলাশপুরের দেড় নম্বর গলির মৃত আব্দুল আজিজ বেপারীর ছেলে কামাল বেপারী (৩০)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এয়ারপোর্ট থানার একটি দল নথুল্লাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে অভিযান করে। এ সময় সেখান থেকে ওমর ফারুককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে রাত ১২ টার দিকে বন্দর থানার একটি দল টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের লাহারহাটের মহসিন মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২ কেজি গাঁজাসহ কামালকে আটক করা হয়।
পৃথক দুই অভিযানের ঘটনায় এয়ারপোর্ট ও বন্দর থানায় দুইটি মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT