কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে - ajkerparibartan.com
কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

3:47 pm , September 15, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু আতঙ্কের ভিতর দিন কাটছে সাধারণ জনগনের। শুক্রবার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ৩৮ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর ভিতরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। অথচ রোগীদের সিট আছে মাত্র ২০টি। অস্থায়ী ভবনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা চলছে। গত ১৫ দিনে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। ডেঙ্গু রোগী ভর্তি চুন্নু জোমাদ্দার ও নাজমা বেগম বলেন, আমরা হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছি। প্রয়োজনীয় ওষুধপত্র হাসপাতাল থেকে আমাদের সরবরাহ দিচ্ছে। এক রোগীর আত্মীয় মোঃ এনামুল হক বলেন, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা পেয়ে আমরা সন্তুষ্ট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সাগরিকা বলেন, ডেঙ্গু রোগীদের আতঙ্কিত হওয়ার কিছুই নাই। হাসপাতলে এর চিকিৎসা চলছে। ডেঙ্গু রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র হাসপাতাল থেকে আমরা দিচ্ছি। রোগীদের ডাব সহ তরল খাবারের পরামর্শ দেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা জানান, আমরা সাধ্যমত প্রতিটি রোগীর চিকিৎসা করে যাচ্ছি। সরকার নির্ধারিত ওষুধ আমরা রোগীদের মাঝে বিতরণ করছি। আশা করি নতুন ভবন হলে আমরা আরো অনেক সুযোগ সুবিধা রোগীদের দিতে পারব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT